ভারতের গুজরাটের পোরবন্দরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (৫ জানুয়ারি) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর, হিন্দুস্তান টাইমসের।
প্রতিবেদনের তথ্যানুযায়ী ভারতীয় কোস্টগার্ড পরিচালিত অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি (এএলএইচ) প্রশিক্ষণের সময় দুর্ঘটনাকবলিত হয়। উড়ন্ত অবস্থায় হঠাৎ এটি মাটিতে ভেঙে পড়ে।
পোরবন্দরে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ঘাঁটিতে নিয়মিত মহড়া চলছিল। মহড়ার অংশ হিসেবে ধ্রুব সিরিজের হেলিকপ্টারটি পরিচালনা করছিলেন ৩ জন ক্রু। সে সময়ই হঠাৎ হেলিকপ্টারটি ভেঙে পড়ে এবং এতে আগুন ধরে যায়। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
পোরবন্দরের পুলিশ সুপার ভগীরথসিংহ জানান, হেলিকপ্টারটি মাটিতে পড়ার পরপরই তিনজন ক্রু সদস্যকে হেলিকপ্টার থেকে বের করে আনা হয় এবং গুরুতর দগ্ধ অবস্থায় পোরবন্দরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাদের তিনজনেরই মৃত্যু হয়।