আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি করে নতুন জটিলতা। এবার সমস্যার কারণ ইংল্যান্ডের আপত্তি। আফগানিস্তানের বিরুদ্ধে নাও খেলতে পারেন জজ বাটলাররা। বৃটেনের অন্তত ১৬০ জন রাজনৈতিক নেতা চ্যাম্পিয়ন ট্রফির এর অন্যতম অংশগ্রহণকারী দেশটিকে বয়কটের ডাক দিয়েছেন। যদিও এই নিয়ে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের কর্তারা কোন মন্তব্য করেনি।
রাজনৈতিক কারণে আফগানিস্তানকে বয়কট করতে পারে ইংল্যান্ড। তালেবান সরকারের একাধিক নীতির বিরোধিতায় ইংল্যান্ডের রাজনীতিবিদদের একাংশ আফগানিস্তানকে বয়কটের ডাক দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নাইজেল ফারাজ, জেরেমি করবিন, লর্ড কিনকের মতো নেতারা। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ডের। বাটলারেরা সেই ম্যাচ না খেললে আর্থিক ক্ষতি হতে পারে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।
তালেবান প্রশাসন মহিলাদের মানবাধিকার খর্ব করছে। এই ইস্যুতে সম্প্রতি উত্তাল হয় ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন। সে দেশের সংসদ সদস্যদের একাংশ চান, তালেবান প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিক ইসিবি। চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করা উচিত। পার্লামেন্টের দুই কক্ষ হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডসের তরফে সরকারিভাবে বিবৃতি দিয়েছেন রিচার্ড গোল্ড।