চলতি বিপিএলে উড়ছে রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগ জয়ের ধারা ধরে রেখে ফ্র্যাঞ্চাইজিটি এবারের আসরে তুলে নিলো টানা পঞ্চম জয়। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেটে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকাকে দ্বিতীয় দেখায়ও পাত্তা দেয়নি রংপুর। প্রথমে নাহিদ রানার দুর্দান্ত বোলিং, পরে ব্যাটারদের কল্যাণে ৪০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বিপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিটি। ম্যাচসেরা হয়েছেন নাহিদ। এর আগে, প্রথম দেখায় ঢাকাকে ৪০ রানে হারায় রংপুর।
দ্বিতীয় দেখায় টসে জিতে ঢাকাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর। ইংলিশ তারকা জেসন রয় যোগ দেওয়ায় শক্তিমত্তা বাড়া ঢাকা অবশ্য ব্যাটিংয়ে ব্যর্থ। রয় ১৮ রানে ফেরেন। একাদশে প্রথমবার সুযোগ পাওয়া সাব্বির রহমানও হতাশ করেন ২ রানে সাজঘরে ফিরে।
তিনে নেমে যাওয়া তানজিদ হাসান তামিম ২০ আর লিটন দাসের ব্যাট থেকে আসে ৯ রান। বাকিরাও ব্যর্থতার পরিচয় দেওয়ায় ১৬ ওভার ৩ বলেই ১১১ রানে গুটিয়ে যায় ঢাকার রানের চাকা। নাহিদ মাত্র ২১ রান খরচায় নেন ৩ উইকেট। দুটি করে উইকেট পকেটে যায় আকিফ জাবেদ এবং খুশদিল শাহের পকেটে।