যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে সোমবার এ তথ্য জানিয়েছে লুইজিয়ানার স্বাস্থ্য কর্তৃপক্ষ তারা বলেছে বাট ফ্লু ছাড়াও রোগের শরীরে অন্যান্য রোগের উপসর্গ ছিল। তবে এ নিয়ে জনসাধারণকে আতঙ্কিত দিয়েছেন সংশ্লিষ্টরা।
বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে দক্ষিণাঞ্চলীয় রাজ্যের একটি হাসপাতালে ভর্তি ছিলেন ৬৫ বছর বয়সী ওই রোগী। তখন বার্ড ফ্লুর এইচ৫এন১ নামের ধরণটিকে গুরুতর হিসেবে ঘোষণা দেয় দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি।
লুইসিয়ানা স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, যদিও সাধারণ মানুষের জন্য বর্তমান অবস্থা গুরুতর নয়; তবে যারা পাখি, হাঁস-মুরগি বা গরু নিয়ে কাজ করেন তাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এছাড়া যারা বিনোদনমূলক সংস্পর্শে অভ্যস্ত তাদেরও ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। তারা নিশ্চিত করেছে যে রোগী এইচ৫এন১ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। বন্য পাখির সংস্পর্শে ওই রোগটি তার শরীরে প্রবেশ করে।
ওই অঞ্চলে এখন পর্যন্ত ওই রোগী ছাড়া অন্য কারোও শরীরে এইচ৫এন১ ধরণের কোনো উপসর্গ পাওয়া যায়নি। বার্ড ফ্লুর বিশেষ এই ধরণটির ওপর নজরদারি এবং এ বিষয়ে গবেষণার জন্য ৩০৬ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছিল বাইডেন প্রশাসন। চীন ও ভিয়েতনামে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।