শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

রংপুরকে ১১২ রানের লক্ষ্য দিলো ঢাকা

প্রতিনিধির / ৪৫ বার
আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

টানা তিন ম্যাচ পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে একাদশে জেসন রয়, হাবিবুর রহমান সোহান, সাব্বির রহমান ও মোহাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে নেমেছিল ঢাকা ক্যাপিটালস। কিন্তু ব্যাপক রদবদল এনেও কোনো লাভ হলো না শাকিব খানের দলের।

চলমান বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৫১ রান করেও ৪০ রানে হেরেছিল ঢাকা। মঙ্গলবার (৭ জানুয়ারি) সেই রংপুরের বিপক্ষেই ১৬.৩ ওভার ব্যাট করে ঢাকা গুটিয়ে গেছে মাত্র ১১১ রানে। টানা চতুর্থ জয় তুলে নিতে রংপুরকে করতে হবে ১১২ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার হয়ে বড় ইনিংস খেলতে পারেনি কেউ। সর্বোচ্চ ইনিংসটি ২০ রানের; তানজিদ হাসান তামিমের। গতকাল সোমবার ঢাকার দলে যোগ দেওয়া ইংলিশ ব্যাটার জেসন রয় করেছেন ১২ বলে ১৮ রান।

হাবিবুর রহমান ফিরেছেন ১২ বলে ১৪ রান করে। কয়েক বল নষ্ট করা ছাড়া কিছুই করতে পারেননি সাব্বির (৭ বলে ২)। প্রথম বলেই আউট হয়ে গেছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা।

বরাবরের মতেই ব্যর্থ লিটন দাস। নতুন বলে খেলতে পারেন না আজ নেমেছিলেন চার নম্বরে। ব্যাটিংঅর্ডার পরির্ব্তন করেও কোনা লাভ হলো না। ১৩ বলে ৯ রান করে নাহিদ রানার বলে ক্যাচ হন আজিজুল হাকিম তামিমের হাতে। একাদশে নতুন করে যুক্ত হওয়া সৈকত থেমে গেছেন ৯ বলে ১২ রান করে।

আলাউদ্দিন বাবুর ১৬ বলে ১৬ রানের ইনিংসের উপর ভর করে ১০০ পার করে ঢাকা। ৫ বলে ১ রানে মোস্তাফিজুর রহমান আউট হলে শেষ হয় ঢাকার ইনিংস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ