হিমালয়ের পাদদেশ অবস্থিত চীনের তিব্বতে শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। এ ভূমিকম্প সকাল ৯ টা ৫ মিনিটে অনুভূত হয় স্থানীয় সময়। যার মাত্রা ছিল ৬.৮।
তিব্বতে ভূমিকম্পের ফলে নেপাল, ভুটান এবং ভারতেও এর কম্পন অনুভূত হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটের দিকে টিনগ্রিতে এ ভূমিকম্প আঘাত হানে। যার উৎপত্তি স্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার এ তথ্য জানিয়েছে।
চীনের জাতীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতে ভূমিকম্পের আঘাতে ৫৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে তিব্বতের ভূমিকম্পের প্রভাব পড়ে নেপালেও। যার মাত্রা ছিল ৭.১। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, নেপালের স্থানীয় সময় ৬.৩৫ মিনিটের দিকে ৯৩ কিলোমিটার দূরে নেপাল-তিব্বত সীমান্তের উত্তরপূর্বাঞ্চলের লোবুচে এ ভূমিকম্প অনুভূত হয়