ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইল আবার বোমা হামলা চালিয়েছে। তাদের হামলায় গত ২৪ ঘন্টায় আরো ৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে। গতকালের নিহতসহ ফিলিস্তিনে অবরুদ্ধ ভুখন্ডতে ইসরাইলে হামলা নিহত সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৮৮৫ জন দাড়িয়েছে। এ ছাড়া আহতের সংখ্যা বের হয়েছে ১ লাখ ৯ হাজার ১৯৩ জন।
২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা করে আসছে ইসরায়েল।
২০২৩ সালের নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দীকে মুক্তিও দেয়। তবে এখনো তাদের হাতে ৯৬ জন বন্দী রয়েছে। ইসরায়েলের তথ্য মতে, তাদের মধ্যে ৬২ জন জীবিত রয়েছে।