মুক্তির অপেক্ষায় গেমচেঞ্জার। এক সাক্ষাৎকারে ছবির প্রমোশনে এসে ১২ বছর পর অমিতাভ বচ্চনের জঞ্জীর ছবির রিমেক নিয়ে অনুশোচনা করেন রামচরণ। বলিউড ছবির রিমেক কাজ করা ক্যরিয়ার এ সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত বললেন রামচরণ। তার ওপর আবার অমিতাভ বচ্চনের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা মুখের কথা নয় বলেও এক সাক্ষাৎকারে জানালেন দক্ষিণা অভিনেতা৷
বছর শুরুতে বক্সঅফিস বড় বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায়৷ আগামী ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে রামচরণ ও কিয়ারা আদভানি অভিনীত ‘গেমচেঞ্জার’৷ সম্প্রতি ছবির প্রমোশন নিয়ে ব্যস্ত আছেন অভিনেতা৷ এরমধ্যে এক সাক্ষাৎকারে ফিল্মি ক্রিয়ায়ের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে কথা বলেন রামচরণ৷
নন্দামুরি বালাকৃষ্ণার টক শোতে ছবির প্রমোশনের জন্য উপস্থিত হন দক্ষিণী অভিনেতা৷ সেখানেই তিনি জানান, মেগাস্টার অমিতাভ বচ্চনের ব্লকবাস্টার হিট ছবি ‘জাঞ্জির’ ছবির রিমেকে কাজ করার সিদ্ধান্ত ভুল ছিল৷ যার জন্য আজও অনুশোচনা করেন বলে জানান অভিনেতা৷ সেই ছবি ঘিরে দর্শকদের অনেক প্রত্যাশা ছিল৷ কিন্তু সিনেমা পর্দায় সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় ছবির টিম৷ যে কারণে প্রায় ভেঙে পড়েছিলেন এই অভিনেতা৷ কারণ শোনা যায়, এই ছবির প্রস্তাব গিয়েছিল অভিষেক বচ্চনের কাছে কিন্তু তিনি না করে দেন৷
অভিনেতাকে এই শোতে প্রশ্ন করা হয়েছিল, তাঁর ক্যারিয়ার এমন কোনও ছবি আছে যাতে অভিনয় করে তিনি আজও অনুশোচনা বোধ করেন৷ এরপরেই রামচরণ জানান, বলিউডে ‘জাঞ্জির’ ছবির রিমেকে তিনি অমিতাভ বচ্চনের চরিত্রে অভিনয় করেছিলেন৷ সেই ছবির জন্য তিনি আজও আফসোস করেন৷ ২০১৩ সালে প্রথমবার দক্ষিণী অভিনেতা বলিউডে পা রাখেন৷ অপূর্ব লাখিয়া পরিচালিত অ্যাকশন ক্রাইম সিনেমায় রামচরণের বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ সেদিক থেকে প্রিয়াঙ্কার প্রথম তেলেগু সিনেমা ছিল এটি৷ হিন্দিতে ছবির নাম ‘জাঞ্জির’ থাকলেও তেলেগুতে ছবির নাম রাখা হয় ‘তুফান’৷