নতুন বছরের প্রথম হ্যাটট্রিক করেছেন শ্রীলংকার অফ স্পিনার মহেশ ঠিকসানা। তবে তার হ্যাট্রিকের অর্জন মলিন হয়ে গেছে দলের পরাজয়। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১১৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কারা।ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল কিউইরা।
হ্যামিল্টনের সেডন পার্কে বৃষ্টির কারণে ম্যাচটি ৩৭ ওভারে নেমে আসে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ৮ উইকেটে তোলে ২৫৬ রান। রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যানের দুর্দান্ত ব্যাটিংয়ে শক্তিশালী অবস্থান তৈরি করে কিউইরা। রবীন্দ্র ৬৩ বলে ৭৯ এবং চ্যাপম্যান ৫২ বলে ৬২ রান করেন। তাদের জুটিতে আসে ৯১ বলে ১১২ রান।
মাহেশ থিকশানা তার হ্যাটট্রিক শুরু করেন ৩৫তম ওভারের শেষ দুই বলে। প্রথমে মিচেল স্যান্টনারকে আউট করার পর নাথান স্মিথ এবং ৩৭তম ওভারের প্রথম বলে ম্যাট হেনরিকে আউট করে হ্যাটট্রিক পূরণ করেন। কিন্তু তার এই কীর্তি ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তন আনতে পারেনি।
২৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলংকার ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৪২ রানে। ২২ রানের মধ্যে হারায় চার উইকেট। তবে কামিনো মেনডিসের ফিফটি কিছুটা সম্মান বাঁচায়। তিনি ৭৩ বলে ৫০ রান করেন। তার সঙ্গে লিয়ানেগে ও বিক্রমসিং কিছুটা লড়াই করেন। শেষদিকে শ্রীলঙ্কার ব্যাটিং আবার ভেঙে পড়ে। শেষ ৫ উইকেট তারা হারায় মাত্র ১৬ রানে।
প্রথম ওয়ানডেতে ৯ উইকেটে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করেছে শ্রীলঙ্কা। তৃতীয় ম্যাচ এখন কেবল আনুষ্ঠানিকতা।