আবারো মৃদু শৈত্য প্রবাহের কবলে দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। হার কাঁপানো শীতে জবুথবু জনজীবন। বৃহস্পতিবার আজ সকালে সর্বনিম্ন চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৪ ডিগ্ৰী সেলসিয়াস। সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্ৰী সেলসিয়াস।
এ দিকে ঠান্ডা বাতাসের কারণে জনজীবনের শীত অনুভূত হচ্ছে। এদিকে সকালে সূর্য উঠছে। এছাড়া উত্তরের শীতল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। এতে খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষগুলো বেশি বিড়ম্বনায় পড়েছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে, শৈত্যপ্রবাহের প্রভাব দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলাতেও পড়ছে। কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে দেরিতে। সবশেষ বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।