পাবনার সদর উপজেলার চারতারাপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা এবং একজনকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে চরতারাপুর ইউনিয়নের রশিদ প্রামাণিক, শাহিন আলমের নেতৃত্বে চরতারাপুরের দিঘী গোয়ালবাড়ি পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।
এই অভিযানে রশিদ প্রামাণিক ও শাহিন আলমকে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং মিজানুর রহমান নামের এক শ্রমিককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
অভিযান পরিচালনার সময় চারতারাপুর ইউনিয়নের পুলিশ বিট অফিসার মোহাম্মদ ইব্রাহিম খান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।