বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

বিজিবির বাধায় বৈদ্যুতিক খুঁটি ও যন্ত্র সরিয়ে নিল বিএসএফ

প্রতিনিধির / ১৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

লালমনিরহাট এর পাটগ্রাম সীমান্তের শূন্য রেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে লোহার বৈদ্যুতিক খুঁটি ও একটি যন্ত্র স্থাপন করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি তাদের বাধায় এগুলো সরিয়ে নিয়ে যায় তারা। বুধবার রাতে বিজেপি রংপুর ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার দিন গত মধ্যরাতে পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নে সীমান্তের শূন্যরেখার মধ্যে লোহার দুটি খুঁটি ও যন্ত্র স্থাপন করে বিএসএফ। বিজেপি ও স্থানীয়রা জানান, ভারত বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৮২৯ নম্বরের দুই নম্বর উপপিলার পাটগ্রাম ইউনিয়নের গাটিয়ার ভিটা সীমান্তের শূন্যরেখা ৫০গজ অভ্যন্তরে বৈদ্যুতিক খুঁটি ও যন্ত্র স্থাপন করা হয়। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের ফুল কাঁটাবুড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা নির্মাণ শ্রমিকদের দিয়ে এগুলো স্থাপন করেন।

পরদিন কৃষকরা বিষয়টি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। বিজিবি এ নিয়ে তীব্র প্রতিবাদ করে এবং বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেয়। পরে সীমান্ত পয়েন্টে বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় বিএসএফ-বিজিবির মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।

তারা আরও জানায়, প্রায় ২০ মিনিটের এ বৈঠকে ৬ জন বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার নের্তৃত্ব দেন ইন্সপেক্টর জিতেন্দ্র সিং। বিজিবির ৬ জন কর্তকর্তার নের্তৃত্ব দেন সুবেদার মাহবুবর রহমান। বৈঠকে কোনো কিছু না জানিয়ে রাতের অন্ধকারে শূন্যরেখায় খুঁটি ও যন্ত্র স্থাপন করার প্রতিবাদ জানানো হয়। বিএসএফকে শূন্যরেখার মধ্যে কোনো কিছু নির্মাণ বা স্থাপনে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানায় বিজিবি। নির্মিত খুঁটি ও যন্ত্র সরায়ে নিতে আহ্বান জানালে স্থাপিত যন্ত্র ও খুঁটি সরিয়ে নেয় বিএসএফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ