শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

সাভারে যাত্রীবাহী বাস ও এম্বুলেন্স এর সংঘর্ষে ৪ জন পুড়ে মারা গেছে

প্রতিনিধির / ২৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

সাভারে অ্যাম্বুলেন্স বাসের সংঘর্ষে চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। জানা যায়, বুধবার দিবাগত রাত দুটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ ঘটনাটি ঘটে। মূলত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এম্বুলেন্স ও দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এম্বুলেন্সে থাকা চার জনেই পুড়ে মারা যায়। যদিও তাৎক্ষণিকভাবে তাদের কারণেই পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাত ২টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

এসময় তিনি আরও জানান, সংঘর্ষের পর বাসের যাত্রীরা বাস থেকে নেমে যান। আহত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহত অনেককেই স্থানীয়রা হাসপাতালে পৌঁছে দেন।

এর আগে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাসে আগুন লেগে সেই আগুন পেছনে থাকা আরও এক বাসে ছড়িয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ