প্রধান উপদেষ্টার প্রেস সচিব ডঃ শফিকুল আলম বলেছেন সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। তাদের মুখ বন্ধ করার মতো কোনো কাজ আমরা করবো না। নইলে স্বৈরাচার আওয়ামী লীগের সাথে আমাদের কোন পার্থক্য থাকবে না। আমরা জুলাইয়ের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই।
শনিবার (১১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভুমিকা ও পরবর্তী প্রত্যাশা শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সাংবাদিকরা বাংলাদেশ নির্মাণের বড় সৈনিক, তারা স্বাধীনভাবে রিপোর্ট করবে এটাই জুলাইয়ের স্পিরিট। নইলে পরবর্তী প্রজন্মের কাছে আমরা দায়ী থাকবো।তিনি আরো বলেন, জুলাই বিপ্লবে কার কি ভূমিকা ছিল তা জানার চেষ্টা করছে সরকার।
তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লবে গণমাধ্যম কর্মীদের ভুমিকা ছিল অতুলনীয়। ৭১ এর মুক্তিযুদ্ধের চেয়েও ২৪ এর গণঅভ্যুত্থানে তাদের সাহসী ভুমিকা ছিল।
রাজনৈতিক দল ও সংগঠনের উদ্দেশে প্রেস সচিব বলেন, আপনাদের বিরুদ্ধে কোনো প্রতিবেদন সত্য হলে তা মানতে হবে। কারণ আপনাদের যাতে দায়বদ্ধতার জায়গায় আনা যায় তাই আপনাদের ভুল ধরিয়ে দেয়ার কাজটি করে সাংবাদিকরা। নইলে গণতন্ত্র থাকবে না।