শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

বিশ্বের কোন রাজনৈতিক দলের এত শাখা-প্রশাখা নেই যতগুলো বিএনপি-আওয়ামী লীগ-জামাতের আছে

প্রতিনিধির / ৩১ বার
আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পৃথিবীর কোন রাজনৈতিক দলের এত শাখা নেই যত বিএনপি ও আওয়ামী লীগ ও জামাতের আছে। যা বিদেশে বাঙ্গালীদের ইমেজ নষ্ট করে। তারা একইভাবে একে অপরের শত্রু ভাবাপণ্য।

শনিবার সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশ বিশ্ব কনফারেন্স সিরিজ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন পররাষ্ট্র উপদেষ্টা। সভায় তিনি আরও বলেন, এই শত্রুভাবাপন্ন মনোভাব আমাদের ব্রান্ডিয়ে অনেক নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা ব্রান্ডিং করতে চাইলে আমাদের ভালো কাজ করতে হবে। গত চার মাসে বাংলাদেশ নিয়ে নেতিবাচক অনেক নিউজ হয়েছে তা বিশ্বের দরবারে দেশের খারাপ প্রভাব ফলছে।

উপদেষ্টা বলেন, আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। আমাদের ইনভেসমেন্ট অনেক দরকার। রাজনৈতিক নিশ্চয়তা আসলে আশা করি এই বিনিয়োগ অনেক বাড়বে। খুব তাড়াতাড়ি আমরা আশা করছি একটি রোডম্যাপ এসে যাবে। রাজনৈতিক সংকট দেখলে কেউ দেশে বিনিয়োগ করতে আসতে চায় না এটা একটা বড় সমস্যা।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোডম‍্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা। তাহলেই বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ