ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে টমটম ইজিবাইকের পিছনে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। শনিবার সকাল আটটার দিকে মহাসড়কের দরগা গেইট এলাকায় এ ঘটনাটি ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, নিহতরা বাদশা কোম্পানির পাইওনিয়ার ডেনিম কারখানার শ্রমিক ছিলেন। সকালে ব্যাটারিচালিত ইজিবাইকে তারা কারখানায় যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের দরগা গেইট এলাকায় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
এদিকে, ঘটনার পর কারখানার বিক্ষুদ্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করে।