শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছে

প্রতিনিধির / ৪২ বার
আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম নামে এক বাংলাদেশী যুবক গুরুতর আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ভারতের শ্মশানে ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আহত শহিদুল ইসলাম চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাগিচা পাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিজিবি অধিনায়ক গোলাম কিবরিয়া জানান, শুক্রবার দিবাগত রাতে শহিদুল ভারত সীমান্তে ফেনসিডিল আনতে যায়। এ সময় ফেনিসিডিল নিয়ে আসার পথে আর্ন্তজাতিক সীমানা পিলার ১৮২’র ১৩০ গজ ভারতের অভ্যন্তরে ভারতের শশানি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে শহিদুল গুরুতর আহত হয়। পরে স্বজনদের সহযোগিতায় উদ্ধার পূর্বক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ