ঘন ঘন গাছ রোপনের মাধ্যমে ঢাকা শহরে ধুলার সমাধান করা সম্ভব বলে জানিয়েছে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদ বাগানের গুরুত্ব বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ঢাকা শহরে ধুলার সমস্যা সহসাই সমাধান করা সম্ভব নয়। তবে কিছু দূর পর পর গাছ লাগালে ধুলার পরিমাণ অনেকাংশে কমে আসবে।
তিনি আরও বলেন, নির্মল বাতাস ও বিষমুক্ত খাবারের জন্য ছাদ বাগানের গুরুত্ব আছে। ছাদে টব লাগানো নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে।
এসময় আগ্রহীদের মাঝে চারা বিতরণ করেন উপদেষ্টা রিজওয়ানা। পরে প্রেসক্লাব চত্বরে গাছ রোপণ করেন তিনি।