শিরোনাম:
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে গ্রাম উপজেলায় খেলার মাঠ সংস্কার করা হবে

প্রতিনিধির / ৩৭ বার
আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতি ওয়ার্ডে গ্রামে ও উপজেলায় পর্যায়ে খেলার মাঠ সংস্কার করা হবে। এমন মন্তব্য করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অফ বাংলাদেশ ঢাকা কেন্দ্র আয়োজিত শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমিনুল বলেন, কিশোর অপরাধ ঠেকাতে খেলার কোনো বিকল্প নেই। পতিত স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করে মেধা বিকাশে বাধা দিয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্রীড়াঙ্গনকে জাগ্রত করার উদ্যোগ নিয়েছে। সেই ধারাবাহিকতায় সারাদেশে ক্রিকেট টুর্নামেন্টের পর রাজধানীতে হচ্ছে ফুটবলের আসর।

তিনি আরও বলেন, জনপ্রিয় এই দুই খেলার পাশাপাশি ক্রীড়াঙ্গনের অন্যান্য খেলাতেও সমান মনোযোগ দিতে হবে। আইইবির মতো অন্যান প্রতিষ্ঠানকেও খেলাধুলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ