শিরোনাম:
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

ভ্যাট বাড়লেও দেশের মানুষের উপর কোন প্রকার চাপ পড়বে না

প্রতিনিধির / ৩৫ বার
আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বিভিন্ন পণ্য ও সেবায় শুল্ক কর বাড়ানো হলো দেশের মানুষের উপর নেতিবাচক কোন প্রভাব পড়বে না। বরং বাংলাদেশের অর্থনীতির স্বাস্থ্যের উন্নতির ঘটানো জন্যই বিশেষজ্ঞদের পরামর্শে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শফিকুল আলম বলেন এ সিদ্ধান্তের ফলে দেশের অর্থনীতির স্বাস্থ্যটা ভালো হবে। দেশে মানুষেরই উন্নয়ন হবে। এক্ষেত্রে সরকারের অজনপ্রিয় হওয়ার কোন কারণ নেই। রবিবার রাজধানীর ফরেন একাডেমিতে প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশে ট্যাক্স আদায় সবচেয়ে কম উল্লেখ করে শফিকুল আলম বলেন, সরকার চায় ট্যাক্স–জিডিপি এমন জায়গায় থাক, যাতে বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন ঘটে। তাহলে সামনে দেশের মানুষেরও উন্নয়ন হবে।

ম্যাক্রো ইকোনমি বাড়ানোর জন্য ট্যাক্স বাড়াতে হবে জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে আইএমএফের চাহিদার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বাংলাদেশেও তো ভালো অর্থনীতিবিদ আছেন। তাদের পরামর্শেই এটা করা হয়েছে। এটা করা না হলে ডলারের দাম ১২৫ টাকা থেকে বেড়ে ১৯০ টাকা হয়ে যাবে। বিদেশি বিনিয়োগ আসবে না। কারণ বিদেশি বিনিয়োগকারীরা দেখেন দেশের ট্যাক্স আদায়ের পরিমাণ কেমন। অর্থনৈতিক স্বাস্থ্যটা কতটা মজবুত। এ ক্ষেত্রে গণমাধ্যমেরও উচিত বিষয়টি নিয়ে জনগণকে বোঝানো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ