চ্যাম্পিয়নস ট্রফির দল আজই ঘোষণা করেছে বিসিবি। সেখানকার সবচেয়ে বড় খবর দলে জায়গা হয়নি লিটন দাসের। কারণ, দীর্ঘদিন ধরে হাসছে না দাসের ব্যাট। এমনই দিনেই সিলেটে বিপিএল খেলতে ঢাকার হয়ে মাঠে নেমেছেন এলকেডি। দলে বাদ পড়ার সব জবাব যেন ব্যাট দিয়েই দিলেন এই ওপেনার। বুঝিয়ে দিলেন হয়তো, তিনি জ্বলে উঠতে জানেন। সিলেটও লিটনের জন্য ‘পয়া’ মাঠও। কেননা আন্তর্জাতিক ৫০ ওভারের ম্যাচে ক্যারিয়ারসেরা ১৭৬ রানের ইনিংসটি তো এই মাঠেই খেলেছিলেন লিটন।
লিটনের সাথে এদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঝড় উঠিয়েছেন তানজিদ হাসান তামিমও। দুজনের ব্যাটে বিপিএলের ইতিহাসে বেশকিছু রেকর্ড ওলটপালট হয়েছে। নতুন করে তারা লিখেছেন নতুন রেকর্ড।
লিটনের ৪৪ বলে সেঞ্চুরি। বিপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এখন টাইগার ওপেনারের। অবশ্য তিনি এই রেকর্ড ভাগাভাগি করছেন ক্রিস গেইলের সঙ্গে। ইউনিভার্স ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন ২০১২ সালে, সিলেট রয়্যালসের বিপক্ষে। লিটন সমানসংখ্যক বলে করেছেন সেঞ্চুরি।
বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিটি পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদের। ২০১২ সালেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাত্র ৪০ বলে। লিটন অবশ্য বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেছেন।