আগামী ২০ শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এ উপলক্ষে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ট্রাম্পের ট্রানজিশন টিম জানিয়েছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব দিতে চান নবনির্বাচিত এই রিপাবলিকান নেতা।
শপথ অনুষ্ঠানের খরচ নির্বাহে ইতিমধ্যেই ট্রাম্প প্রায় ১৭ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছেন। বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান ও পুজিপতিরা এ আয়োজনে আর্থিক সহায়তা দিয়েছেন।
ওয়াশিংটন ডিসির ক্যাপিটল বিল্ডিংয়ে অনুষ্ঠিতব্য মূল শপথগ্রহণ অনুষ্ঠানটি বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় বিভিন্ন মার্কিন টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানে ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শপথ নেবেন।
দিনের শুরুতে একটি মিছিল আয়োজন করা হবে, যেখানে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর মন্ত্রিপরিষদ, নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং তাঁর হবু মন্ত্রীরা অংশ নেবেন। ঐতিহ্য অনুযায়ী, ডান হাত উঁচু করে এবং বাঁ হাত বাইবেলের ওপর রেখে শপথ নেবেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা। প্রেসিডেন্টের স্ত্রী সাধারণত বাইবেলটি ধরে রাখেন। শপথ শেষে ট্রাম্প একটি ভাষণ দেবেন।
শপথের পর বিদায়ী প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি হোয়াইট হাউস ত্যাগ করবেন। ১৯৭৭ সাল থেকে এ প্রথা চালু রয়েছে, যেখানে বিদায়ী প্রেসিডেন্ট সম্মানে হেলিকপ্টারে করে নতুন ঠিকানায় চলে যান।