বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

তালেবান সরকারের কঠোর সমালোচনা করলেন মালালা

প্রতিনিধির / ৩৯ বার
আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

আফগানিস্তানের তালেবান সরকারের গৃহত একাধিক নারী নীতিমালা কে চ্যালেঞ্জ জানাতে মুসলিম নেতাদের আহ্বান জানিয়েছে সর্বকনিষ্ঠ নোবেল জয়ী মালালা ইউসুফজাই। রবিবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয় এমন তথ্য।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নারী শিক্ষা বিষয়ক সম্মেলনে মালালা বলেন আফগানিস্তানের তালেবানরা নারীদের মানুষ হিসেবে দেখেনা। তিনি মুসলিম নেতাদের উদ্দেশ্য বলেন তালেবানের নীতির মধ্যে ইসলামিক কিছুই নেই।

তিনি আরও বলেন, তালেবান সরকার আবার লিঙ্গ বর্ণবৈষম্যের ব্যবস্থা তৈরি করেছে। তারা নারী ও মেয়েদের শাস্তি দেওয়া শুরু করেছে। আফগানিস্তান বিশ্বের একমাত্র দেশ, যেখানে মেয়েদের ষষ্ঠ শ্রেণির পর শিক্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

নারী শিক্ষা নিয়ে কথা বলায় ২০১২ সালে ১৫ বছর বয়সে মালালাকে হত্যার লক্ষ্যে গুলি করে তালেবানের এক বন্দুকধারী। মালালা সেইসময় মাথায় গুলিবিদ্ধ হলেও ভাগ্যক্রমে বেঁচে যান। এরপর থেকে দেশের বাইরে ছিলেন তিনি। ২০১৮ সালে প্রথমবার পাকিস্তানে ফেরেন।

রোববারের সম্মেলনে মালালা বলেন, নিজ দেশে ফিরতে পেরে আমি অনেক খুশি এবং আনন্দিত। নারীদের শিক্ষা বিমুখ করে রাখলে পাকিস্তানের জনগণের নিরাপত্তা হুমকিতে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি। এ সমস্যা মোকাবেলা করতে না পারলে গোটা সমাজই পিছিয়ে পড়বে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ