বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

পিএসসি ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি

প্রতিনিধির / ৩৫ বার
আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

সরকারি কর্ম কমিশনের ছয় সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নিয়োগ বাতিল করা হয়েছে, অধ্যাপক শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, মো. মিজানুর রহমান, শাব্বির আহ্‌মদ চৌধুরী ও অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহানের।

গত ২ জানুয়ারি পিএসসির নতুন সদস্য হিসেবে তাদেরকে নিয়োগ দিয়েছিল সরকার। ছয়দিনের মাথায় ছয়জনেরই শপথ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে চিঠি পাঠায় পিএসসি। পিএসসির অনুরোধের পরিপ্রেক্ষিতে নতুন ছয় সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করেন সুপ্রিম কোর্ট।

এর মধ্যে, ডা. শাহিনা সোবহানের বাবা জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য। নৌকা প্রতীক নিয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ডা. শাহিনা সোবহান সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বান্ধবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ