কক্সবাজারের উথিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বাথরুম থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কুতুপালং তিন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ৭৫ ব্লক থেকে মরদেহ গুলো উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে ১৪ আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ সিরাজ আমিন।
নিহতরা হলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের একই এলাকার মৃত রশিদ আহম্মদের স্ত্রী মমতাজ বেগম (৫৫) এবং তার মেয়ে সুবাইদা বিবি (১৮)।
সিরাজ আমিন বলেন, ভোরে রশিদ আহম্মদের ছেলে নুরুল হক ও রবিউল আলম ফজরের নামাজ পড়ার জন্য ওঠেন। এ সময় তারা পাশের মা ও বোনের কক্ষে লাইট জ্বালানো দেখতে পান। পরে ওই কক্ষে উঁকি দিয়ে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে শেডের পাশের একটি বাথরুম ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয়। পরে পাশের আরেকটি বাথরুম থেকে উঁকি দিয়ে মা ও বোনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তাদের চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে এসে মা ও মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করে।
উখিয়া থানার ওসি মো. আরিফ হোছাইন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে মমতাজ বেগমের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে নিহত সুবাইদা বিবির কপালে লালচে দাগ, গলায় সামান্য দাগ এবং কানের পিছনে সামান্য রক্ত দেখা গেছে।