শিরোনাম:
ব্যক্তিগত কারণ দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়ালেন স্টার্ক ভারতের একটি বেসরকারি হাসপাতালে এক নবজাতকের মাথা খেয়ে ফেলেছে কুকুর কন্টেন্ট ক্রিয়েটর কাফির গ্রামের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু সাবেক সেনা কর্মকর্তা জিয়াকে ট্রাইবুনালে হাজির করা হয়েছে ব্রিটেনে খেলার মাঠ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ১৭৫ টি বোমা উদ্ধার গণমাধ্যমকে সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা মুন্সিগঞ্জে থেমে থাকা বাসে আগুনের সূত্র পাতে একজনের মৃত্যু সিএনজি অটোরিকশায় মিটারের ভাড়া বেশি নিলেই পঞ্চাশ হাজার টাকা জরিমানা জিম্মিদের মুক্তি না দিলে গাজায় আবারও যুদ্ধ শুরুর হুমকি দিলেন নেতানিহায়ু
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের আলাদা দুই মামলা

প্রতিনিধির / ৩৪ বার
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

ক্ষমতার অপব্যবহার করে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আলাদা দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় আসামি মোট ৮ জন। আর জয়ের বিরুদ্ধে করা মামলায় মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মামলা দুটি দায়েরের তথ্য দিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। দুদক বলছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সরকারের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পের কূটনৈতিক এলাকায় ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তায় প্লট নিজ নামে বরাদ্দ নিয়েছেন।

এছাড়া নিজের ছেলে-মেয়ে, বোন ও বোনের ছেলে-মেয়ের নামে পৃথক প্লট বরাদ্দ করিয়েয়েছেন। প্রতিটি ১০ কাঠা করে ছয়জনের নামে মোট ৬০ কাঠার প্লট বরাদ্দ নেয়া হয়েছে। দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই ধারায় জয়ের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

এর আগে, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তির বিরুদ্ধে মামলা করেছে দুদক। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ