পুলিশসহ অপরাধ ও বিতর্কিতমূলক কর্মকাণ্ডে জড়িত সব কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের ফুটেজ-তথ্য আছে, তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে। প্রতিদিনই কিন্তু তাদের দু’একজন করে ধরা পড়ছে। ছাগলকাণ্ডের ঘটনায় মতিউরকেও ধরা হয়েছে। সবাইকেই আইনের আওতায় আনা হবে।
অপরাধে জড়ানো পুলিশ কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ইনকোয়েরি (তদন্ত) হওয়ার পর কাউকেই ছাড় দেয়া হবে না। পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে। এ সময় উত্তরা পূর্ব থানার সাবেক ওসিকে ধরার পাশাপাশি গ্রেপ্তার অবস্থায় তার পলায়নের কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।