বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে কাজ করছে সরকার

প্রতিনিধির / ৫০ বার
আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত এবং নিরপেক্ষ সংস্থা হিসেবে গড়ে তুলতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার ও পুলিশ সংস্কার কমিশন এমনটাই বলেছেন মহা পরিদর্শক বাহুল আলম। বুধবার সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০ তম সাব -ইন্সপেক্টর ব্যাচের সমাপনী কুচকওয়াজে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, অপরাধ দমন, জনগণের নিরাপত্তা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা পুলিশের প্রধান কাজ। জনবান্ধব পুলিশ ব্যবস্থা প্রণয়নে, পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান বাহারুল আলম।

এর আগে, কুচকাওয়াজ পরিদর্শন ও নবীন সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ করেন। ২০২৩ সালে বুনিয়াদি প্রশিক্ষণের জন্য একাডেমিতে যোগ দেয় ৪০ তম সাব-ইন্সপেক্টর ব্যাচের ৮২১ এসআই। পরে গুরুতর অপরাধের জন্য চাকরি যায় ২২ জনের। মাঠ ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে চার ধাপে বাদ পড়েন ৩২১ জন শিক্ষানবিশ এসআই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ