বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলা হয়েছে। মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে থাকেন সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। গভীর রাতে সেই বাড়িতে ঢুকে সেই অভিনেতাকে ছুরির আঘাত করছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সাইফ। মধ্যরাতে বাড়িতে দুর্বৃত্ত ঢুকে পড়ে তখন পরিবারের সদস্যরা সবাই ঘুমাচ্ছিলেন। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়।
মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারীকে নিয়ে থাকেন সাইফ। ঘটনার সময় কারিনাসহ তাদের দুই সন্তানও ছিল। তারা নিরাপদে আছেন। ধারণা করা হচ্ছে, হামলাকারী ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকেছিল। ডাকাতদের আটকাতে গিয়ে সাইফ আহত হন। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির সময় সাইফকে ছুরিকাঘাত করা হয়। যাতে গুরুতর জখম হন অভিনেতা। সাইফের শরীরে ছয়টি ছুরিকাঘাত রয়েছে জানিয়েছেন চিকিৎসকরা।