শিরোনাম:
ব্যক্তিগত কারণ দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়ালেন স্টার্ক ভারতের একটি বেসরকারি হাসপাতালে এক নবজাতকের মাথা খেয়ে ফেলেছে কুকুর কন্টেন্ট ক্রিয়েটর কাফির গ্রামের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু সাবেক সেনা কর্মকর্তা জিয়াকে ট্রাইবুনালে হাজির করা হয়েছে ব্রিটেনে খেলার মাঠ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ১৭৫ টি বোমা উদ্ধার গণমাধ্যমকে সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা মুন্সিগঞ্জে থেমে থাকা বাসে আগুনের সূত্র পাতে একজনের মৃত্যু সিএনজি অটোরিকশায় মিটারের ভাড়া বেশি নিলেই পঞ্চাশ হাজার টাকা জরিমানা জিম্মিদের মুক্তি না দিলে গাজায় আবারও যুদ্ধ শুরুর হুমকি দিলেন নেতানিহায়ু
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

করের ভারে জর্জরিত বাংলাদেশের টেলিকম শিল্প

প্রতিনিধির / ৪৩ বার
আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

করের ঘরে জর্জরিত বাংলাদেশের টেলিকম শিল্প। এতে সেবাগ্রহীতাদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ। সংশ্লিষ্টরা বলছেন উচ্চ করহরের কারণে টেলিকম প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের আগ্রহ বেশ কম। যা নতুন প্রযুক্তি প্রসারে বাধা হয়ে দাঁড়াচ্ছে এর মধ্যে মুখ ফিরিয়ে নিয়েছে এয়ারটেল ওয়ারিশ সহ বেশ কিছু বৈশ্বিক প্রতিষ্ঠান।

মোবাইল ফোন সেবায় সমপর্যায়ের বাজার ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি কর বাংলাদেশে। ২০১৫-১৬ অর্থবছরে এ খাতের ওপর সম্পূরক শুল্ক ছিল ৩ শতাংশ। এর পর থেকে ধাপে ধাপে বাড়িয়ে ২০ শতাংশ নিয়ে আসে পতিত আওয়ামী লীগ সরকার। এমন পরিস্থিতিতে, মোবাইল ফোন সেবার ওপর সম্প্রতি আরও ৩ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। খাত সংশ্লিষ্টদের অভিমত, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি কর দিতে হচ্ছে বাংলাদেশের ব্যবহারকারীদের।

বাংলালিংকের চিফ কর্পোরেট এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স তাইমুর রহমান বলেন বিশ্বকাপে টেলিকম খাতে বাংলাদেশের মতো এমন ট্যাক্স কম আছে। প্রতিবছরই আমাদের উপর কর বারে। কর বারার কারণে গ্রাহকদের উপর চাপ বাড়বে। কেননা কর বারলে গ্রাহকদের থেকে সেটা আমাদের নিতে হয়।

বর্ধিত কর হারের জন্য বিনিয়োগকারীরা অন্যত্র সরে যাওয়ার আশঙ্কা করে তিনি আরও বলেন, কর বাড়ার কারণে ভুল ইঙ্গিত যাচ্ছে আমাদের বিনিয়োগকারীদের মাঝে। আমাদের যারা মাল্টিন্যাশনাল বিনিয়োগকারী আছে। তারা যদি দেখে একটা দেশে বিনিয়োগ করে লাভ হচ্ছে না। তাহলে তারা তো ভাববে আমি কেনো এখানে বিনিয়োগ করবো। আমার মনে হয় তারা বিনিয়োগ অন্য জায়গায় নিয়ে যাবে। এটা আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ।

উচ্চ করহারের কারণে এ খাতে বিনিয়োগের আগ্রহ হারাবে। যা নতুন প্রযুক্তি ও টেলিযোগাযোগের প্রসারে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করেন ডিজিটাল সেবা গ্রহীতিরা।

রবির চিফ কর্পোরেট এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স শাহেদুল আলম বলেন, অনেক দেশে কিন্তু আলাদাভাবে মোবাইলে কোনো ট্যাক্স নেই। কিন্তু আমাদের দেশে মোবাইলে ট্যাক্স আছে। আমরা যেটা দেখছি, অন্যান্য দেশে যখন ট্যাক্স কমানো হয়েছে, ভোক্তাদের পরিসর বেড়েছে এতে সরকারের আয় বেড়েছে তেমনি বিনিয়োগও বেড়েছে। কিন্তু আমাদের দেশে এখানে পুরো উল্টো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ