শিরোনাম:
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শেয়ার বাজারে বড় ধরনের ধস নেমেছে জুনের প্রথম অর্ধেক মাসে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার কোটি টাকা মধ্যপ্রাচ্যে আরও সেনা মতান করার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী আওয়ামীলীগের আমলে গুমের ঘটনায় জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ১৭ জুন আবারো ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় বসবে দলগুলো বগুড়ায় ১১০ পিস ইয়াবা সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৪০ জন আহত ঝিনাইদহে ছেলের সাথে বাবা খুন ইরানের সাথে সব সীমান্ত বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

দর্শনায় ইউনিয়ন নির্বাচন ঘিরে বিএনপি গ্রুপের মধ্যে সংঘর্ষ

প্রতিনিধির / ৫৪ বার
আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

চুয়াডাঙ্গার দর্শনা কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে ঘিরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

এসময় দু’গ্রুপের মুখোমুখি অবস্থানে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত ও জখম হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে দর্শনার কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের নির্বাচনকে ঘিরে সাধারন সম্পাদক প্রার্থী হাফিজুর রহমানের সমর্থকরা মোটরসাইকেলে শোডাউন দেয়। এসময় সাবেক সাধারন সম্পাদক মাসুদুর রহমান সংগঠনের (সাধারন সম্পাদক প্রার্থী রুপম) সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে বিএনপি নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ হামলায় বেশ কয়েকজন আহতও হন।

পরে আরেক দফায় দর্শনার চটকাতলা এলাকায় হামলা চালায় প্রতিপক্ষ গ্রুপ। সেসময় কয়েকটি দোকান ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ