ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুলতান টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২৩০ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ব্যাট হাতে সর্বোচ্চ ৮৪ রান এসেছে শাকিলের ব্যাটে। মোঃরিজওয়ান ও তুলে নিয়েছেন অর্ধশতক। তবে দলের সাত ব্যাটার বিদায় নিয়েছেন এক অঙ্কের রানে।
আগের দিন মাত্র ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ের পরে স্বাগতিকরা। এরপর রিজওয়ান ও শাকিলের ১৪১ রানের জুটিতে ভালো সংগ্রহের পথে এগোয় পাকিস্তান।
সৌদ শাকিলের বিদায়ের পর ফের খেই হারায় তারা। একে একে বিদায় নেন সালমান, নোমান ও রিজওয়ান।
শেষদিকে সাজিদ খানের ১৮ রানে ভর করে ২৩০ এ থামে শান মাসুদের দল। সফরকারীদের পক্ষে সিলস ও জোমেল তুলে নেন ৩টি করে উইকেট।