খুলনা সার্কিট হাউজে ডিউটিরত অবস্থায় জহুরুল ইসলাম নামে এক নিরাপত্তা প্রহরী হার্ট অ্যাটাকে মারা গেছেন। তিনি খুলনার সোনাডাঙ্গা এলাকার সাহেরা সরণীর মোখলেসুর রহমানের ছেলে।
শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৪টা ২১ মিনিটের দিকে সার্কিট হাউজ অভ্যন্তরে এই ঘটনা ঘটে। যা ধরা পড়ে সার্কিট হাউজের সিসি ক্যামেরায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, জহুরুল সার্কিট হাউজের পুরাতন ভবন থেকে বারান্দা দিয়ে নতুন ভবনে হেটে আসার সময় অসুস্থ বোধ করায় দেয়ালে হাত দেন। এর কিছু সময়ের মধ্যে সেখানে থাকা টবের উপর পড়ে যান তিনি। পরবর্তীতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জানা গেছে, জহুরুল ইসলাম ২০০৭ সাল থেকে খুলনা জেলা প্রশাসনের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। চাকরির প্রথম এক বছর পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কাজ শেষে সেই থেকে খুলনা সার্কিট হাউজে কর্মরত ছিলেন। শুক্রবার রাত দশটার দিকে তিনি সার্কিট হাউজে কাজে যোগ দিয়েছিলেন।