শিরোনাম:
ভারতের একটি বেসরকারি হাসপাতালে এক নবজাতকের মাথা খেয়ে ফেলেছে কুকুর কন্টেন্ট ক্রিয়েটর কাফির গ্রামের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু সাবেক সেনা কর্মকর্তা জিয়াকে ট্রাইবুনালে হাজির করা হয়েছে ব্রিটেনে খেলার মাঠ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ১৭৫ টি বোমা উদ্ধার গণমাধ্যমকে সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা মুন্সিগঞ্জে থেমে থাকা বাসে আগুনের সূত্র পাতে একজনের মৃত্যু সিএনজি অটোরিকশায় মিটারের ভাড়া বেশি নিলেই পঞ্চাশ হাজার টাকা জরিমানা জিম্মিদের মুক্তি না দিলে গাজায় আবারও যুদ্ধ শুরুর হুমকি দিলেন নেতানিহায়ু এরিজোনা বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

৪০ বছর পর পুনরাবৃত্তি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠান

প্রতিনিধির / ৩৩ বার
আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় ও শেষ মেয়াদে আগামী সোমবার শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে ৪০ বছর পর পুনরাবৃত্তি হতে যাচ্ছে শপথ অনুষ্ঠানের আবহ। ট্রাম্প শপথ নেবেন ইনডোরে। সবশেষ ১৯৮৫ সালে রোনাল্ড রিগ্যানের শপথ অনুষ্ঠান হয়েছিল এরকমভাবে। কারণ হিসেবে বলা হয়েছে মার্কিন আবহাওয়া। গত কয়েকদিন ধরে তীব্র ঠান্ডা পড়েছে ওয়াশিংটন ডিসিতে।

সোমবার প্রবল শীতের পূর্বাভাস রয়েছে দেশটির রাজধানীর শহরে। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছাতে পারে -১১ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে -৫ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয় ঘন্টায় গড়ে ১০ থেকে ২০ মাইল বেগে বাতাস বইতে পারে সেদিন।

নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প একটি বিবৃতি দিয়েছেন। বলেছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে আসা জনতাকে কোনোভাবেই তিনি কষ্ট পেতে দেখতে চান না। কিংবা তারা আহত হোক তাও তিনি কামনা করেন না। শত শত আইনপ্রণেতারা থেকে শুরু করে ফার্স্ট রেসপন্ডার্স, পুলিশ, ঘোড়া ও হাজার হাজার সমর্থকদের বাইরে থাকা সত্যিই বিপজ্জনক।

তবে কেউ যদিও অনুষ্ঠানে এরপরেও আসতে চান, অবশ্যই ভালো গরমের পোশাক পরে আসার অনুরোধ জানিয়েছেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট। ক্যাপিটল বিল্ডিং চত্বরে শপথ গ্রহণ অনুষ্ঠানের লাইভ সম্প্রচারও করা হবে সেদিন।

মার্কিন রীতি অনুযায়ী প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করে থাকেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আগামী সোমবারেও ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জন রবার্টস। এর আগে ট্রাম্প যখন নিজের প্রথম দফায় প্রেসিডেন্ট হিসবে শপথ নিয়েছিলেন তখনও শপথ বাক্য পাঠ করিয়েছিলেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ