ভারত নিয়ন্ত্রিত জন্ম ও কাশ্মীরের একটি গ্রামে গত ৪৫ দিনে ১৬ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ মৃত্যুর কারণ স্পষ্ট করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ।ফলে ওই অঞ্চলের রাজৌরীর বোধল গ্রামে ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভারত সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে এই তদন্ত দলটির নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র অফিসার থাকবেন। এছাড়া কমিটিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, কৃষি, রাসায়নিক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা রয়েছেন। তাদেরকে পশু পালন খাদ্য নিরাপত্তা ও ফরেন সাইন্স লেভের বিশেষজ্ঞরা সহায়তা করবেন।
জানা গেছে গত দেড় মাসে ওই গ্রামের বাসিন্দাদের অনেকে হাসপাতালে ভর্তি হন। তাদের কারো জ্বর, বমি বমি ভাব, গায়ে ব্যথা, জ্ঞান হারানোর মতো উপসর্গও দেখা দিয়েছিল। সেই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের মৃত্যু হয়। তবে এসব মৃত্যুর আসল কারণ জানতে ব্যর্থ হয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
এর আগে, জম্মু ও কাশ্মীর সরকারের একজন মুখপাত্র বলেছিলেন, এই ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি মৃতদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনার রিপোর্টে দেখা গেছে, কোনও ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে এই মৃত্যু ঘটেনি।