শিরোনাম:
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

জাবিতে নারী সাজিয়ে বহিরাগত যুবককে হলে নেয়া সেই ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে

প্রতিনিধির / ২৩ বার
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রীদের হলে শাড়ি পরিয়ে বহিরাগত যুবককে হলে নেয়ার ঘটনায় সেই আবাসিক ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় যুবকের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বিএ ম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। এ ছাড়াও বিষয়টি তদন্তের জন্য নওয়াব ফয়জুন্নেসা হলের ওয়ার্ডেন সহযোগী অধ্যাপক হাবিবুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ।

বহিষ্কার হওয়া ওই শিক্ষার্থীর নাম অর্পা খন্দকার চাঁদনী। সে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী। নওয়াব ফয়জুন্নেসা হলের আবাসিক ছাত্রী।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযুক্ত যুবক আশরাফুল ইসলাম পারভেজের বিরুদ্ধে একটি মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক। এ বিষয়ে তিনি বলেন, আসামি থানা হেফাজতে আছে। আগামীকাল সোমবার তাকে আদালতে চালান করে দেয়া হবে।

এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১০টার দিকে ওই ছাত্রীর সঙ্গে হলে প্রবেশ করেন আশরাফুল নামের এক বহিরাগত যুবক। এ সময় তার কপালে টিপ, পরনে প্লাজো ও ঘোমটা দিয়ে মুখ ঢাকা ছিল। তার পোশাক ও হাঁটার ধরন দেখে হলের কয়েকজন ছাত্রীর সন্দেহ হলে বিষয়টি হল সুপারকে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ