২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তিতে অনুষ্ঠিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ৬০ হাজার শিক্ষার্থী। রবিবার বিকেল সাড়ে চারটার পর এমবিপিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবিনা ইয়াসমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান রবিবার দুপুরে ফল প্রকাশ সংক্রান্ত সভায় সিদ্ধান্ত নেয়ার পর বিকেল সাড়ে চারটায় এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য পাওয়া যাবে। এছাড়া উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের সময় দেয়া মোবাইল নম্বরে ক্ষুদে বার্তা পাঠিয়েও ফল জানিয়ে দেয়া হবে।