বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

সংস্কারের নামে দোহাই দিয়ে নির্বাচন নিয়ে তালবাহানা করা হচ্ছে

প্রতিনিধির / ৩০ বার
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন নিয়ে তালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি দু’বছর আগেই সংস্কার নিয়ে ৩১ দফা দিয়েছে। তাই খোড়া যুক্তি চলবে না, যে সংস্কার আগে তারপর নির্বাচন। নির্বাচিত শক্তি ছাড়া সংস্কার বৈধতা পায় না, শক্তি পায় না।

রোববার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মানুষের অন্তরে আছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু তাদেরই নেতার (বঙ্গবন্ধু) নাম ছবি, মূর্তি দেশের মানুষ নামিয়ে ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ