মুলতানের মাঠে ইতিহাস গড়া টেস্ট ম্যাচে পাকিস্তান দল ওয়েস্ট ইন্ডিজকে মাত্র তিন দিনের মধ্যেই হারিয়ে দিয়েছে। ম্যাচটি পাকিস্তানের মাটিতে হওয়া সবচেয়ে কম বলের (১০৬৪ বল) টেস্ট হিসেবে রেকর্ড গড়েছে।
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ৩৬.৩ ওভারে, যেখানে তারা ১২৩ রানেই থেমে যায়। লক্ষ্য ছিল ২৫১ রানের, কিন্তু পাকিস্তানের স্পিনারদের ঘূর্ণি জাদুর সামনে ক্যারিবীয় ব্যাটাররা কোনোভাবেই নিজেদের টিকিয়ে রাখতে পারেনি।
স্পিনার সাজিদ খান ছিলেন সবচেয়ে সফল। দ্বিতীয় ইনিংসে তিনি ৫ উইকেট নেন, প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। আরেক স্পিনার নোমান আলী এবং আবরার আহমেদও দুর্দান্ত পারফর্ম করেন। সাজিদ প্রথম ৪ উইকেট তুলে নেন, পরে আবরার আর নোমান আলী দায়িত্ব শেষ করেন।
সপ্তম উইকেটে অ্যালিক অ্যাথানাজ ও কেভিন সিনক্লেয়ারের জুটি কিছুটা প্রতিরোধ গড়েছিল। কিন্তু ১০.৩ ওভারে ২৮ রানের এই জুটি আবরারের এক আক্রমণাত্মক ডেলিভারিতে শেষ হয়ে যায়। সিনক্লেয়ার স্লিপে ক্যাচ দিয়ে ফিরে গেলে বাকি ৩ উইকেট পড়তে সময় লাগে মাত্র ১০ বল।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসেও স্পিনাররা প্রভাব বিস্তার করে। বাহাতি স্পিনার যমেল ওয়ারিকান পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নেন। এটি তার ক্যারিয়ার সেরা বোলিং। তবে তার সাফল্য ওয়েস্ট ইন্ডিজকে হার এড়াতে সাহায্য করতে পারেনি।