শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

প্রতিনিধির / ২৯ বার
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি নেতা ও কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমানকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত আটটার দিকে পৌর শহরের তাঁতি সেডের পাশে হামলার ঘটনা ঘটে। আহত মহাবুলকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত আটটার দিকে আলমডাঙ্গার তাঁতিশেদের নিকট মহবুল দাঁড়িয়ে থাকা অবস্থায় হেলমেট পড়া দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। কে বা কারা এবং কি কারনে এ হামলার ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, পেছন দিক থেকে কে বা কারা তাকে কুপিয়েছে। চিকিৎসার পর তিনি ফিরে এসে লিখিত অভিযোগ দেবেন। তবে এ অপরাধের সাথে কারা জড়িত, সে ব্যাপারে নিশ্চিত হতে পুলিশ মাঠে নেমেছে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের হাড়গাড়ি গ্রামের মহাবুবুর রহমান মহাবুল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি আলমডাঙ্গা উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক। বেশ কয়েকবার মেম্বর (ইউপি সদস্য) নির্বাচিত হয়েছেন মহাবুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ