নরসিংদীর বেলাবোথ উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর আরিয়াল খা নদ থেকে ভেসে উঠেছে এক স্কুল ছাত্রের মরদেহ। রবিবার উপজেলার দিগলদি কান্দা এলাকার আরিয়াল খাঁ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ওই স্কুলছাত্রের নাম অনয় চন্দ্র মোদক (১৩)। তিনি উপজেলার বেলাব মাটিয়াল পাড়া গ্রামের গৌরাঙ্গ চন্দ্র মোদকের ছেলে। বেলাব পাইলট সরকারি মর্ডান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো।
জানা যায়, ১৪ জানুয়ারি সন্ধ্যায় অনয় চন্দ্র মোদক বাড়ি থেকে শিক্ষা উপকরণ কিনতে বেলাব বাজারে যায়। সেখান থেকে সে নিখোঁজ হয়। তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পায়নি। এ ঘটনায় ওই দিন রাতেই বেলাব থানায় সাধারণ ডায়রি করে তার পরিবার, যা পরবর্তীতে মামলায় রূপান্তর হয়।
এদিকে নিখোঁজের পর সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি হয়। পরে অপরিচিত নম্বর থেকে অনয়ের পরিবারের নম্বরে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। তাদের কথামত বিকাশের মাধ্যমে দেয়া হয় মুক্তিপণের টাকা। একপর্যায়ে অপহরণকারীদের মোবাইল নম্বর ট্র্যাকিং শুরু করে বেলাব থানা-পুলিশ। এতে টাকা পাঠানো বিকাশ নম্বরটি বরিশালের ভোলায় বলে জানতে পারে। অয়নকে উদ্ধারে বেলাব থানা-পুলিশের একটি দল বর্তমানে বরিশালের ভোলায় অবস্থান করছে বলে জানা গেছে।
এরই মধ্যে আজ রোববার বিকেলে বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের দীঘলদিকান্দি এলাকায় আড়িয়াল নদে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থল পুলিশ, পিবিআই, সিআইডি, ডিবির সদস্যরা পরিদর্শন করেছেন।