শিরোনাম:
১৭ বছর পর ইসিতে জামাতে ইসলামের বৈঠক এনআইডি সিস্টেম থেকে কোন তথ্য ফাঁস করা হয়নি সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ভাড়া কমালো বিমান মিউনিখে ভিড়ের মধ্যে গাড়িতে উঠতে গিয়ে ২৮ জন আহত অপারেশন ডেভিল হান্টে আরো গ্রেফতার ৫৬৬ জন ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে হত্যার দায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত সিরিয়ায় নতুন সরকার গঠনের আহ্বান দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার সিরাজগঞ্জে স্ত্রীকে যৌতুকের দাবিতে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড প্রতিরোধ যোদ্ধারা চায় না গাজা যুদ্ধ বিরোধী চুক্তি ভেস্তে যাক টাঙ্গাইলে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

মাদারীপুরে হাত বোমা বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

প্রতিনিধির / ২৪ বার
আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

মাদারীপুর সদর উপজেলায় পৃথক ঘটনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হাত বোমায় এক যুবকের পা উড়ে গেছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রবিবার রাত আটটার দিকে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কুলোপদী এলাকায় আধিপত্য বিস্তারের জেরে হাত বোমা ফাটিয়ে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। সন্ধ্যায় কুলপতির রুবেলের বাড়ি ঘরে হামলা চালায় প্রতিপক্ষ আলেম চকদার ও তার সমর্থকেরা। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বাধা দিলে পিটিয়ে আহত করা হয় নারীসহ অন্তত ৫ জনকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা।

এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামের হায়াত ধুলকির সঙ্গে একই এলাকার সজীব হাওলাদারের বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে রোববার রাত ৮টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ককটেলের আঘাতে শাওন নামে এক যুবকের পা উড়ে গেছে। এ ছাড়া সংঘর্ষে আহত হন আরও ৯ জন। গুরুতর অবস্থায় শাওনকে উদ্ধার করে ভর্তি করা জেলা সদর হাসপাতালে। পরে আশঙ্কাজনক অবস্থায় শাওনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, দুটি সংঘর্ষের ঘটনায় এখনো কাউকে আটক কররা সম্ভব হয়নি। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ