মাদারীপুর সদর উপজেলায় পৃথক ঘটনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হাত বোমায় এক যুবকের পা উড়ে গেছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রবিবার রাত আটটার দিকে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কুলোপদী এলাকায় আধিপত্য বিস্তারের জেরে হাত বোমা ফাটিয়ে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। সন্ধ্যায় কুলপতির রুবেলের বাড়ি ঘরে হামলা চালায় প্রতিপক্ষ আলেম চকদার ও তার সমর্থকেরা। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বাধা দিলে পিটিয়ে আহত করা হয় নারীসহ অন্তত ৫ জনকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা।
এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামের হায়াত ধুলকির সঙ্গে একই এলাকার সজীব হাওলাদারের বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে রোববার রাত ৮টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ককটেলের আঘাতে শাওন নামে এক যুবকের পা উড়ে গেছে। এ ছাড়া সংঘর্ষে আহত হন আরও ৯ জন। গুরুতর অবস্থায় শাওনকে উদ্ধার করে ভর্তি করা জেলা সদর হাসপাতালে। পরে আশঙ্কাজনক অবস্থায় শাওনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, দুটি সংঘর্ষের ঘটনায় এখনো কাউকে আটক কররা সম্ভব হয়নি। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ।