দারুন প্রতিভা থাকা সত্ত্বেও সারা বিশ্বতে ফ্র্যাঞ্চাইজি তে সুযোগ পায় না বাংলাদেশের ক্রিকেটাররা। আর এখানেই পিছিয়ে আছে অনেকটাই ক্রিকেটাররা। তাই মনে করেন এনামুল হক বিজয়।
বিজয়ের মতে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের পাওয়া-হিট দক্ষতা ফুটিয়ে তুলেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতে পাওয়া-হিটের চাহিদা অনেক বেশি।
এই ব্যাটার বলেন, ‘এবারের বিপিএলে, আমরা মাহিদুল ইসলাম অঙ্কন-জাকের আলী অনিক, জাকির হাসান, শামীম পাটোয়ারী এবং অন্যান্যদের কাছ থেকেও ভালো ইনিংস দেখেছি।’
আফিফও ভালো খেলেছে। আমি হয়ত কিছু নাম মিস করতে পারি, কিন্তু বেশিরভাগ বাংলাদেশি খেলোয়াড়রা এই বিপিএল এবং তার আগের এনসিএল টি-টোয়েন্টিতে নিজেদের দক্ষতা দেখিয়েছে। কিন্তু আমাদের ছেলেরা বিদেশি লিগে খেলার তেমন সুযোগ পায় না। বাংলাদেশের খেলোয়াড়রা ফ্র্যাঞ্চাইজি লিগে কম খেলে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ বিশ্বজুড়ে কয়েকটি লিগে খেলেছেন। কিন্তু তাদের ছাড়া অন্যদের সুযোগ খুবই কম হয়েছে।
শীর্ষ লিগে খেলার সুযোগ হলে নিজেকে প্রমাণ করার সুযোগ পাওয়া যাবে। যে নামগুলো আগে বলেছি, তাদের সম্ভাবনা আছে। প্রতিভার চেয়ে পারফরমার বেশি গুরুত্বপূর্ণ। বড় ইনিংস না খেললেও তারা যে রান করেছে সেটি ম্যাচে প্রভাব ফেলেছে। যদি তারা ধারাবাহিক হতে পারে তাহলে ভালো খেলোয়াড় হবে।
চলমান বিপিএলে ভালো ফর্মে আছে বিজয় নিজেই। ৮ ইনিংসে ৩২৪ রান নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে আছেন তিনি। ৩৩০ রান নিয়ে তালিকার শীর্ষে আছেন তানজিদ হাসান তামিম।
চলমান বিপিএল দিয়ে নিজের প্রথম ও সব মিলিয়ে টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি করেন বিজয় । খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের শেষ বলে ১ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেও, হতাশা নিয়ে মাঠ ছাড়েন তিনি।