শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা কাস্টমস অফিসের দুদকের অভিযান

প্রতিনিধির / ৩৩ বার
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

চুয়াডাঙ্গা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ মঙ্গলবার এই অভিযান চালায় দুদকের একটি অভিযানিক দল। অভিযান সূত্রে জানা যায় সুনির্দিষ্ট আর্থিক অভিযোগে ভিত্তিতে চুয়াডাঙ্গা কাস্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় সেখানকার কর্মকর্তাদের জেরা করেন দুদক সদস্যরা। যাচাই করা হয় লেনদেনের হিসাবপত্র।

ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে এরপর চুয়াডাঙ্গার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে দুদকের ৩ সদস্যের দলটি। ব্যবসায়ীদের কাছ থেকে কী পরিমাণ ভ্যাট আদায় করা হচ্ছে, সেই তথ্য সংগ্রহ করা হয়।

দুদক ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদ বলেন, আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি। সেগুলো পর্যালোচনা ও তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, গত ৬ জানুয়ারি চুয়াডাঙ্গার একটি ফ্যাক্টরিতে অভিযান চালায় যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের একটি প্রতিনিধি দল। সেখানে ঘুষ চাওয়া এবং ফ্যাক্টরির মালিককে মারধরের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। ওই ঘটনার পর দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে নামে চুয়াডাঙ্গার ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ