শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

তুরস্কের এক হোটেলে ভয়াবহ আগুনে ৬৬ জনের মৃত্যু

প্রতিনিধির / ৩৩ বার
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের বোলু প্রদেশের কারতাল কায়া ইসকি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডতে নিহতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আরও অর্ধশতাধিক। মঙ্গলবার তুরস্ক কতৃপক্ষ এ তথ্য জানায়।

রয়টার্সের প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হোটেলের আতঙ্কিত অতিথীরা রশি ব্যবহার করে আগুন থেকে বাঁচার চেষ্টা করে. ফুটেযে জানালাগুলো থেকে বিছানা চাদর ঝুলতেও দেখা গেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসময় আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফ দিয়ে প্রাণ হারান দু’জন। অগ্নিনির্বাপণকর্মীরা ১২ তলা ভবনটির আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এনেছেন।

বোলু শহরের গভর্নর আব্দুল আজিজ আইদিন রাষ্ট্রীয় সম্প্রচারকারী টিআরটি-কে বলেন, রিসোর্টের রেস্তোরাঁর মেঝেতে তুরস্ক সময় ভোর ৩টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। কাঠের তৈরি ওই রিসোর্টে সে সময় ২৩৪ জন অতিথি ছিলেন।

দেশব্যাপী দুই সপ্তাহের স্কুল ছুটির শুরুতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। ছুটিতে ইস্তাম্বুল এবং আঙ্কারার কাছাকাছি থেকে স্কিয়াররা সাধারণত বোলু পাহাড়ে ছুটে আসেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ