ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম ছাপা নিয়া বিতর্কের অবসান ঘটেছে। আইসিসির গাইডলাইন মেনেই ভারতের জার্সিতে টুর্নামেন্টের লোগো ছাপবে বিসিসিআই। এমনটাই জানিয়েছে বিসিসিএস সচিব দেবজিৎ সাইকিয়া।
বুধবার (২২ জানুয়ারি) ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ- এ বিসিসিআই সচিব এমনটাই জানিয়েছেন। চলমান বিতর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে সাইকিয়া বলেন, আইসিসি যে গাইডলাইন দিয়েছে, আমরা সেটাকেই অনুসরণ করবো।
আইসিসির অফিসিয়াল লোগোর নীচে পাকিস্তান রয়েছে বলে উল্লেখ করা হলে, সাইকিয়া পুনরুল্লেখ করে বলেন, আমরা আইসিসির নির্দেশনা অনুসরণ করব।
শোনা যাচ্ছিল টুর্নামেন্ট শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে হয়তো পাকিস্তানে যেতে হতে পারে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। সেটি নিয়ে বেশ আশাবাদী ছিল পাকিস্তান বোর্ডও। অবশ্য শেষ পর্যন্ত রোহিত পাকিস্তানে যাবেন কি না বিষয়টি নিশ্চিত করেননি সাইকিয়া।
এর আগে, আইসিসির এক কর্তা বলেন, জার্সিতে প্রতিযোগিতার লোগো রাখা প্রতিটা দেশের দায়িত্ব। এই নিয়ম অংশগ্রহণকারী প্রতিটা দেশ মানতে বাধ্য। শোনা যাচ্ছে, ভারত যদি চ্যাম্পিয়নস ট্রফির লোগো জার্সিতে না রাখে তা হলে কড়া শাস্তি দেয়া হতে পারে। যদিও আইসিসি আনুষ্ঠানিতভাবে কোনো বিবৃতি দেয়নি। পাকিস্তান বোর্ডও জানিয়েছে, ভারত যে লোগো লাগাবে না জার্সিতে এমন কোনো তথ্য তাদের কাছে নেই।