বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কে বড় ব্যবধানে হারিয়ে সমতায় ফিরল বাংলাদেশ নারী দল

প্রতিনিধির / ৩২ বার
আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচে দারুন প্রত্যাবর্তন করেছে জ্যোতির দল। ৬০ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা এনেছে নারী দল। আগে ব্যাটিং করতে নেমে জ্যোতির ফিফটিতে মাত্র ১৮৪ রানের সংগ্রহ পায় সফরকারীরা। জবাবে নারী দলের বোলিং নৈপুণ্যে ১২৪ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ান নারীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে মাঠে নামে বাংলাদেশ। টেসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। ওপেনার মুর্শিদা ১২ রান করে ফিরলে, ভাঙ্গে ৩৪ রানের জুটি। কিন্তু, এরপর ফারজানা পিংকি ১৮ আর শারমিন আক্তার ১১ রান করে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ।

এমন অবস্থায় আবারও দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এই ব্যাটারের ৬৮ রানের ইনিংসের সাথে সোবহানার ২৩ এবং স্বর্ণার ২১ রানের ইনিংসে ১৮৪ রানের মাঝারি পুঁজি পায় বাংলাদেশ।

তবে বোলিংয়ে দলগত সাফল্য পায় টাইগ্রেসরা। পেসার মারুফা দুইটি আর তিন স্পিনার নাহিদা, রাবেয়া ও ফাহিমা মিলে ৭টি উইকেট তুলে নিলে, ১২৪ রানে অলআউট হয় উইন্ডিজ নারী দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে এটি টাইগ্রেসদের প্রথম ওয়ানডে জয়। সিরিজের শেষ ম্যাচ জিতলে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের পাশাপাশি সরাসরি নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট কাটবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ