২০২২ সালের মে মাসে ইংল্যান্ড টেস্ট দলের কোচ হন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটেরও কোচ হিসেবে দায়িত্ব পান ম্যাককালাম। বুধবার (২২ জানুয়ারি) থেকে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সাদা বলের ফরম্যাটে ম্যাককালাম যুগে প্রবেশ করছে ইংল্যান্ড।
ইডেন গার্ডেন্সে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।
২০২৩ সালের ওয়ানডে ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতায় কোচের পদ থেকে ম্যাথু মটকে সরিয়ে দেয় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তার জায়গায় ম্যাককালামের কাঁধে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্ব তুলে দেয় ইসিবি। ২০২৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটের দায়িত্ব পালন করবেন ম্যাককালাম।