ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর একটি প্রতিনিধি দল। সিটিটিসির সক্ষমতা বৃদ্ধিতে চলমান সহযোগিতা অংশীদারিত্বের অংশ হিসেবে এই পরিদর্শন করে প্রতিনিধি দল।
বুধবার (২২ জানুয়ারি) এফবিআই এর লিগ্যাল অ্যাটাশে সোহেল দাউদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ পরিদর্শন করেন।
এফবিআই এর প্রতিনিধি দল সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানের ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহ প্রকাশ করেন।
এ ছাড়া সাইবার ক্রাইম, ট্রান্সন্যাশনাল ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। সেইসাথে এসব অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।