চলতি বিপিএলে ৮ ম্যাচ পর প্রথম হারের স্বাদ পেল রংপুর রাইডার্স। বৃহস্পতিবার রাজশাহীর বিপক্ষে ২৪ রানের পরাজয়ের মাধ্যমে রংপুর তাদের অপরাজিত থাকার রেকর্ড হারায়। এই জয়ে প্লেঅফের দৌড়ে খুলনা টাইগার এবং ঢাকা ক্যাপিটাল তুলনায় এগিয়ে গেল দুর্বার রাজশাহী।
টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। দলের হয়ে ৩২ বলে ৬টি ছক্কা ও ২টি চারের মারে ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ইয়াসির আলী। এছাড়া, সাব্বির হোসেন ১৯ বলে ৩৯ রান (৪টি চার ও ৩টি ছক্কা), এনামুল হক ৩১ বলে ৩২ এবং মোহাম্মদ হারিস ১২ বলে ১৯ রান করেন।রংপুরের পক্ষে খুশদিল শাহ এবং আকিফ জাভেদ সমান ৩টি করে উইকেট নেন।
১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর ১৫ রানের মধ্যেই ৩টি উইকেট হারায়। স্টিভেন টেইলর (১০ বলে ৪), ইরফান শুক্কুর এবং ইফতিখার আহমেদ শূন্য রানে আউট হন। চতুর্থ উইকেটে সাইফ হাসান এবং খুশদিল শাহ দলের হাল ধরার চেষ্টা করেন। তবে ২৯ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৩ রান করে সাইফ বিদায় নেন।
অধিনায়ক নুরুল হাসান সোহান লড়াই চালিয়ে যান। তিনি ২৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪১ রান করেন। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ১৪ বলে ২৩ রান করলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ব্যর্থ হন। রংপুর ১৯.২ ওভারে ১৪৬ রানে অলআউট হয়।